Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-12-25T20:12:11Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে কে হচ্ছেন নৌকার মাঝি জানা যাবে আজ

বিজ্ঞাপন

জাহিদ উদ্দিন : তৃতীয় ধাপের ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপের পৌরসভার নামের তালিকায় গোলাপগঞ্জ পৌরসভার নামও রয়েছে। গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ইতিমধ্যে কেন্দ্র থেকে ৬জন নৌকার প্রত্যাশী মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছেন।

নৌকার টিকেট প্রত্যাশী ৬ নেতা হলেন নৌকার ৬ মনোনয়ন প্রত্যাশী হলেন গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।
এই ৬ জনের মধ্যে কে হচ্ছেন নৌকার মাঝি তা জানা যাবে আজ বিকেলে। এদিকে গোলাপগঞ্জ পৌরসভার নির্বাচনে কে হচ্ছেন নৌকার প্রার্থী এ নিয়ে পৌর এলাকাজুড়ে শুরু হয়েছে আলোচনা।

ইতিমধ্যে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সভা ডেকেছে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। আজ (শনিবার) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করবে দল।

জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকেই মেয়র পদটি রয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হাতে থাকলে নৌকার প্রার্থী একবারো নির্বাচিত হননি। পৌরসভার উপ-নির্বাচনসহ গেল দুই নির্বাচনে নৌকার মাঝি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক, সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু। এই দুই বারই নৌকার পরাজয় হয়। এদুটি নির্বাচনে নৌকার প্রার্থী পরাজিত হলেও বিজয় ছিনিয়ে এনেছিলেন আওয়ামীলীগের বিদ্রোহীরা।

২০১৫ সালে পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী বিজয়ী হন। ২০১৮সালের ৩১মে সিরাজুল জব্বার চৌধুরী মৃত্যুবরণ করলে ১১ জুলাই মেয়র পদটি শূন্য ঘোষনা করা হয়। পরে একই বছরের ৩অক্টোবর উপ-নির্বাচনে জয়লাভ করেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ