বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: প্রথম ধাপে সিলেট বিভাগের তিন পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নির্বাচনি পৌরসভাগুলো হচ্ছে- মৌলভীবাজারের বড়লেখা, সুনামগঞ্জের দিরাই ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ।
গত ২২ নভেম্বর এ তিন পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ছিলো ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ছিলো ১০ ডিসেম্বর। এ তিন পৌরসভায়ই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএমে।