Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-30T03:27:21Z
গোলাপগঞ্জ

ঘন কুয়াশা উপেক্ষা করে গোলাপগঞ্জে ভোট যুদ্ধ শুরু

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (৩০ জানুয়ারি ) সকাল ৮টায় পৌরসভার নয়টি ভোটকেন্দ্রে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।

সকালে এম.সি একাডেমিসহ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোটকেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এ নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুহেল আহমদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (ধানের শীষ), আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক দুই মেয়র আমিনুল ইসলাম রাবেল (জগ) জাকারিয়া আহমদ পাপলু (মোবাইল ফোন)।

এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ