Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-19T11:10:30Z

মানববন্ধনের ব্যানারে ভুল বানান নিয়ে অটোপাস চায় এসএসসি পরীক্ষার্থীরা!

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ব্যানারে ‘সিদ্ধান্ত’ বানান ভুল নিয়েই মানববন্ধন করেছে এসএসসি পরীক্ষার্থীরা। ২০২০-২১ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানীর বিভিন্ন স্কুলের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করো’নায় আমাদের স্কুল কার্যক্রম আজ প্রায় ১১ মাস বন্ধ। আমাদের পড়াশোনায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে। তাই আম’রা চাই, আমাদের পিএসসি ও জেএসসির রেজাল্ট অনুযায়ী অটোপ্রমোশন দেয়া হোক।

এ বিষয়ে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরেকজন এসএসসি পরীক্ষার্থী বলেন, কোভিড-১৯-এর শারীরিক-মানসিক ধকল নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা আমাদের মতো কোমলমতি শিক্ষার্থীদের জন্য কঠিন হবে।

মানবন্ধনে শিক্ষার্থীরা অটোপাসের দাবিসহ তিনদফা দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো- করো’নাকালে বিশেষ ব্যবস্থায় তারা পরীক্ষা দিতে চায় না। কারণ পরীক্ষার হলে দূরত্ব বেশি হলে তাদের রেজাল্ট খা’রাপ হবে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ