Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-29T20:40:10Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে কে হচ্ছেন পৌর মেয়র?

বিজ্ঞাপন

জাহিদ উদ্দিন : আগামীকাল শনিবার গোলাপগঞ্জ পৌরসভায় ভোট উৎসব অনুষ্ঠিত হবে। এ গ্রেটের এ পৌরসভায় কে হচ্ছেন পৌরবাসীর অভিবাবক, কে হাসছেন বিজয়ের হাসি তা দেখতে অপেক্ষা করতে হবে শনিবার বিকেল পর্যন্ত। গোলাপগঞ্জ পৌরসভায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে ৪জন মেয়র প্রার্থীর পাশাপাশি সংরক্ষিত ১০জন মহিলা কাউন্সিলর প্রার্থী ও ৪৭জন সাধারণ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ৯টি কেন্দ্রে ৬১টি বুথের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মোট ২২ হাজার ৯শ ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শ ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শ ১৯ জন।

এদিকে সুষ্টভাবে নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভা রিটার্নিং কর্মকর্তা, জেলা সিনিয়র নির্বাচন অফিসার ফয়সাল কাদের।

তিনি বলেন, চার স্তরের নিরাপত্তার মধ্যে প্রতিটি কেন্দ্রে ১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ নৌকা প্রতীক নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীক নিয়ে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক নিয়ে এবং সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু মোবাইল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩টি ওয়ার্ডে ১০ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৫জন প্রার্থী রয়েছেন, তারা হচ্ছেন বতর্মান কাউন্সিলর ছোফিয়া বেগম (বলপেন), জলী রাণী পাল (আনারস), রহিমা আক্তার পপি (টেলিফোন), শেফা বেগম (জবা ফুল), স্বপ্না খাতুন (চশমা)। সংরক্ষিত মহিলা ২নং নং ওয়ার্ডের মোট প্রার্থী ৩জন প্রার্থী রয়েছেন তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মেহেরুন বেগম (আনারস), মোছা: নাজমা খাতুন (চশমা), মোছা: মরিয়ম বেগম (অটোরিক্্রা) সংরক্ষিত মহিলা ৩নং ওয়ার্ডে ২জন প্রার্থী রয়েছেন তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস মনাক্কা (চশমা), শামীমা বেগম (আনারস)।

সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৪জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মোহাম্মদ জহির উদ্দিন সেলিম (উটপাখি), মোহাম্মদ আলী (পাঞ্জাবি), মো: নাজমুল হোসেন (টেবিল ল্যাম্প), সুমন আলী (পানির বোতল)। ২নং ওয়ার্ডে ৬জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো: জামেল আহমদ চৌধুরী (গাজর), মিনহাজ উদ্দিন (টেবিল ল্যাম্প), মো: আব্দুল কাদির জাকির (পাঞ্জাবি), মো: ছাব্বির চৌধুরী মুন্না (উটপাখি), মো: লায়েক আহমদ (ব্লাক বোর্ড), লায়েক আহমদ (পানির বোতল), ৩নং ওয়ার্ডে ৪জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর জবান আলী (উটপাখি), আজমল হোসেন (পাঞ্জাবি), কাওসার আহমদ (পানির বোতল) আব্দুল মতিন (ব্ল্যাক বোর্ড)। ৪নং ওয়ার্ডে ৬জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর এম ফজলুল আলম (পানির বোতল), কাওছার আহমদ নেওয়ার (ডালিম), খালেদ হোসেন (টেবিল ল্যাম্প), গোলাম মোস্তফা মুছা (পাঞ্জাবি), ফখরুল ইসলাম সাহেদ (ব্ল্যাক বোর্ড), মঞ্জুর আহমদ (উটপাখি)। ৫নং ওয়ার্ডে ৬জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর রুহিন আহমদ খান (পানির বোতল), আবুল হোসেন বাদশা (ডালিম), ফয়জুর রহমান বদরুল (উটপাখি), মো: কবির আহমদ (পাঞ্জাবি), মো: মুজিবুর রহমান (গাজর), সোলেমান আহমদ (টেবিল ল্যাম্প)। ৬নং ওয়ার্ডে ৮জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো: আব্দুল জলিল মাস্টার (ব্ল্যাক বোর্ড), আব্দুর রহমান তফাদার (পানির বোতল), জায়েদ আহমদ (গাজর), মো: নায়েদ আহমদ (ডালিম), মো: আজিজুর রহমান পাপন (ফাইল কেবিনেট), মো: নাদিম মাহমুদ শিপলু (টেবিল ল্যাম্প), সৈয়দ শাহ্ নূর এলন (পাঞ্জাবি), হেলাল আহমদ (উটপাখি)। ৭নং ওয়ার্র্ডে ৫জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর মো: হেলালুজ্জামান হেলাল (পানির বোতল), দেলোয়ার হোসেন (উটপাখি), মুরশেদ চৌধুরী (ডালিম), মো: রেজাউল হক রনি (ব্ল্যাক বোর্ড), মো: সুমন আহমদ (পাঞ্জাবি),। ৮নং ওয়ার্ডে ৩জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর জামাল আহমদ জানাল (পাঞ্জাবি), জুবায়ের আহমদ (পানির বোতল), ফারুক আলী (উটপাখি), ৯নং ওয়ার্র্ডে ৩জন প্রার্থী রয়েছেন। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর নাজিম উদ্দিন (পানির বোতল), আবিদ হোসেন (ডালিম), নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মো: ছাদেক আহমদ (পানির বোতল), মো: মিনহাজুল ইসলাম (পাঞ্জাবি)।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ