Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-01T06:54:42Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মানোনয়নপত্র জমা দেননি জাপার প্রার্থী জমির

বিজ্ঞাপন


স্টাফ রিপোর্ট: গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে
মানোনয়নপত্র জমা দেননি জাপার মনোনীত প্রার্থী জমির উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ হলেও শেষ সময় পর্যন্ত তিনি তার মনোনয়ন জমা দেননি। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ৪ মেয়র প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম নেই।

জানা যায়, ২০১৫ সালের পৌর নির্বাচনেও জাপা নেতা জমির উদ্দিন আহমদ জাতীয় পার্টির মনোনয়ন প্রাপ্ত হন। এই নির্বাচনেও তিনি অপারগতা প্রকাশ করলে জাপা নেতা সুহেদ আহমদ লাঙল প্রতিকে নির্বাচন করেন। তবে ২০১৮ সালের উপ-নির্বাচনে জাতীয় পার্টির কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেননি।

এ ব্যাপারে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জমির উদ্দিন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি পরে যোগাযোগ করছেন বলে জানান।

পৌর জাতীয় পার্টির আহবায়ক জহির উদ্দিন জানান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর কাগজপত্রে কিছু সমস্যা থাকায় মনোনয়নপত্র দাখিল করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি ডিসেম্বর গোলাপগঞ্জ পৌরসভার ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে আগামী ৩ জানুয়ারি , প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। গোলাপগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ২২ হাজার ৯শত ১৬ জন ভোটার রয়েছেন। পুরুষ ভোটার ১১ হাজার ৬শত ৯৪ জন এবং মহিলা ভোটার ১১হাজার ৩শত ১৯জন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ