Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২ জানুয়ারী, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-01-02T10:01:48Z
সাহিত্য

বিদায়ী চুম্বন : কামরুন্নাহার চৌধুরী শেফালী

বিজ্ঞাপন

বিদায়ী চুম্বন 
কামরুন্নাহার চৌধুরী শেফালী 

দিবা শেষে নিত্য প্রথাতে নামে নিঝুম সন্ধ্যা
আর প্রহর অপেক্ষামান থাকে প্রভাত রবি
সূর্যাস্তের ক্লান্তি ঘটে নিত্য নিয়মের
দ্রিাদেবি ডাকে দিয়ে হাতছানি নীরব মিষ্টি সুরে
এসাে হে বন্ধু এসাে মাের কোলে
যাবে স্বপ্নের দেশে তুমি আমারই হাত ধরে
এসাে তুমি এসাে কোমল হাতে বুলিয়ে দেব
তােমার এলােচুল।

আপন করে জড়িয়ে নেব 
ঘুম দেব দুটি চক্ষুর কুল
কবিতার ছন্দে ভরিয়ে দেব 
তােমার শ্বেত মন
আরাে দেব কবিতার পঙক্তিমালা
সুরে ছন্দে হবে মিলন
ঘুরে বেড়াবে আকাশে বাতাসে নদীর কূলে
বসবে হাসি হাসি
কবি শিল্পী আঁকবে তােমার ছবি 
রং তুলিতে তােমায় ভালােবাসি
যেতে নাহি দেব চাইলেও তােমায় 
ধরে রাখবে কোমল দুটি হাত
বিহঙ্গের হাঁকে হাসিবে তপন
দ্রিাদেবীর বিদায়ী চুম্বন এই যে হলাে প্রভাত।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ