বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : মাদারীপুরের শিবচরের পৌর বাজারের সাহা স্টোর থেকে দোকানের সার্টার ভেঙ্গে প্রায় পাঁচ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
সিগারেট চুরির ঘটনার আগে তিন দিনের ব্যবধানে চাঁন্দের চর বাজার থেকে একই রাতে চার দোকানে চুরি হয়।
এ ঘটনায় পৌর-বাজারের সাহা স্টোরের মালিক নারায়ণ সাহা বলেন, আমি রাত সাড়ে নয়টার সময় দোকান বন্ধ করে বাসায় গেছি। ভোর ছয়টার সময় আমাকে বাজারের পাহারাদার ডেকে আনে।
সে আমাকে বলে আমার দোকানের সার্টার ভাঙ্গা। আমি এসে দেখি দোকানের সার্টার ভাঙ্গা রয়েছে ভেতর থেকে। পাঁচ কার্টুন ডারবি, এক কার্টুন বেনসন নিয়ে গেছে। যার বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, পৌর বাজারের একটি দোকানের চুরির ঘটনা ঘটছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজনভাবে শহীদ নামে একজনকে আটক করেছি।
এদিকে স্থানীয় দোকানদারা জানিয়েছেন, মাদারীপুরের শিবচর একের পর এক জনবহল বাজারগুলোতে পুলিশের টহল ও নৈশ্যপ্রহরী থাকার পরেও হচ্ছে চুরি। কিন্তু এর কোনও সুরাহা এখনও হয় নি।