বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে গোয়াল ঘরসহ ৩ টি গরু পুড়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাড়ির মালিক হেলাল উদ্দিন দৌড়ে গরুর রশি কাটতে গিয়ে গোয়াল ঘরের টিনে হাত কেটে যায় ও আগুনে মাথার কিছু অংশ পুড়ে যায়।
এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় পরিবারের সকলের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন হেলাল উদ্দিনের ছেলে ফাহিম আহমদ (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আমনিয়া গ্রামের হেলাল উদ্দিনের বাড়ির পাশের গোয়াল ঘরের খড়ের মধ্যে কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাড়ির মহিলারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশাপাশের মানুষ দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করেন। এসময় গোয়াল ঘরে থাকা গরু ছুটাতে গিয়ে বাড়ির মালিক হেলাল উদ্দিনের আগুনে মাথার কিছু অংশ পুড়ে যায় ও টিন লেগে হাত কেটে যায়।
এসময় অভিযোগকারী ফাহিম আহমদ বাড়ি থেকে আগুনের খবর পেয়ে বাজার থেকে দ্রুত ছুটে আসেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, আগুনে গোয়াল ঘরে থাকা দুইটি ষাড় গরু ও একটি গাভি প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার ও গোয়াল ঘরসহ খড় পুড়ে আরও প্রায় ৫০ হাজার টাকাসহ সর্বমোট দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। বিষয়টি সাথে সাথে চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে অবহিত করেন বলে জানান তারেক আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুরঞ্জিত ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।