Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২১ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-20T19:22:25Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জ অবৈধভাবে টিলা কাটার দায়ে এক যুবককে অর্ধলক্ষ টাকা জরিমানা

বিজ্ঞাপন

স্টাফ রিপোর্ট : গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে অহিদ আহমদ (২০) নামের এক যুবককে অর্ধ লক্ষ টাকা জরিমানা ও  অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ১২ টার দিকে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের  অভিযান দত্তরাইল নোয়াপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির। 

জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল নোয়াপাড়া গ্রামে অবৈধভাবে টিলা কেটে মাটি নেওয়া হচ্ছে। তাৎক্ষণিক ওই এলাকায় রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় সেখানে গিয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল নোয়াপাড়া গ্রামের মনোহর আলীর পুত্র আহিদ আহমদ (২০) কে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(চ)ধারায় 
৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। 
অভিযান পরিচালনায় সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন,অবৈধভাবে টিলাকাটার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।




বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ