Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৮ মার্চ, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-03-08T15:23:47Z
সিলেট

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির আন্তর্জাতিক নারী দিবস পালন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব নারী দিবস উদযাপন করেছে তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস)। সোমবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে সংগঠনটির সিলেট জেলা শাখার কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

গ্রাসরুটস সিলেট জেলা শাখার সভাপতি নারী উদ্যোক্তা শাকেরা সুলতানা জান্নাতের সভাপতিত্বে আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য দেন গ্রাসরুটসের কেন্দ্রীয় সহসভাপতি বিলকিস নুর ও উপদেষ্টা মারিয়ান চৌধুরী মাম্মী।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ‘করোনাকালে নারী নেতৃত্ব: গড়বে নতুন সমতার বিশ্ব’ এর ওপর আলোকপাত করে বক্তব্য দেন গ্রাসরুটসের জাতীয় সমন্বয়কারী অন্বয়ীটা দাশগুপ্তা। আরও বক্তব্য রাখেন গ্রাসরুটস’র প্রধান নিবার্হী কর্মকর্তা (সিইও) হিমাংশু মিত্র, গ্রাহস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হইনু বর্মণ, জেলা সদস্য নাজমা আকতার, সাঞ্জিদা খানম, পপি দে, ফাতেমা জান্নাতসহ তৃনমূল নারী উদ্যোক্তা সোসাইটির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নারী দিবসে নারীদের স্বার্থে সকল নারী উদ্যোক্তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে শাকেরা সুলতানা জান্নাত বলেন, নারীর স্বাধীনতা নয়, বরং নারীকে মানুষ হিসেবে গণ্য করে সব মানুষের স্বাধীনতার জয়গান গাইতে হবে।

তিনি বলেন, ‘এবারের নারী দিবসের প্রতিপাদ্য অনুসারে ‘সমতার বিশ্ব’ তৈরি করতে গেলে নারীদেরই প্রথমে এগিয়ে আসতে হবে; এর চর্চা শুরু করতে হবে ঘর থেকেই। জন্মের পর থেকেই ছেলেমেয়ের বৈষম্য দূরীকরণে কাজ করতে হবে সমাজকে। মেয়েদের শিক্ষাগ্রহণের অধিকারও সুনিশ্চিত করতে হবে। ব্যবসা-বাণিজ্যে নারীদের জন্য সরকারি সহায়তা আরও বাড়াতে হবে। নারীরা সফল হলেই দেশ এগিয়ে যাবে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ