Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ২ মে, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-05-02T17:28:23Z
লিড নিউজসিলেট

সিলেট বিআরটিএ অফিস দুর্নীতির আখড়া : ওবায়দুল কাদের

বিজ্ঞাপন
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট : সিলেট বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিস দুর্নীতির একটা আখড়া বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিলেট বিআরটিএ অফিস দুবার ভিজিট করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘এরা অনিয়মের বৃত্ত থেকে বের হতে পারছে না। একটি দুষ্টচক্র মাথাচাড়া দিয়ে জনগণের হয়রানির কারণ হচ্ছে। এরাই বাইরের দালালদের আশ্রয়-প্রশ্রয় দেয়।’

রোববার (২ মে) সকালে সিলেট জোন, বিআরটিসি ও বিআরটএ’র কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে সভায় যুক্ত হন। মন্ত্রী এ সময় সিলেট বিআরটিএ অফিসকে দুর্নীতিমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

বিআরটিসি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিআরটিএ’র যেসব গাড়ি আছে, সেগুলো যথাযথ মেরামত হয় কিনা তা দেখা হয় না। নতুন গাড়ি কিছুদিন যেতে না যেতেই দেখা যায় অপরিষ্কার-অপরিচ্ছন্ন। ভেতরে ছাল বাকল থাকে না। জানালায় গ্লাস থাকে না। এসি ফ্যান চলে না। এ রকম অবস্থা থেকে বিআরটিসিকে মুক্ত করা দরকার। বারবার বিআরটিসি লোকসান দেবে তা হবে না। সরকারকে আর কত ভর্তুকি গুণতে হবে? এতগুলো গালি দেওয়ার পরও কেন বিআরটিসিকে লোকসান গুণতে হবে। কোথায় সমস্যা? নিশ্চয়ই শস্যের মধ্যে ভূত আছে। এ লোকসানে বৃত্ত থেকে বিআরটিসিকে বের করে আনতে হবে।’

এর আগে বিআরটিএ সিলেট অফিসের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, দালাল নিয়োগ ও উৎকোচ বাণিজ্য নিয়ে ২০১৯ সালের ২৬ নভেম্বর থেকে ধারাবাহিক অনুসন্ধানি প্রতিবেদন প্রকাশ করে সিলেট ভয়েস। সিলেট ভয়েসের স্টাফ রিপোর্টার আহমদ ইমরান বিআরটিএ সিলেট অফিসের দুর্নীতি, অনিয়ম নিয়ে ৯ পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরপর বিআরটিএ সদর দপ্তর একটি তদন্ত কমিটি গঠন করে।

এরপর ২০১৯ সালের ১৩ ডিসেম্বর (শুক্রবার) ও ১৪ ডিসেম্বর (শনিবার) বিআরটিএ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বিআরটিএ সিলেট অফিস সরেজমিনে বিভিন্ন বিষয় অনুসন্ধান করেন। এরপর তিনি গিয়ে বিআরটিএ চেয়ারম্যান বরাবর প্রতিবেদন জমা দেন। তদন্ত কর্মকর্তা প্রতিবেদনেও অনিয়ম, দুর্নীতি ও দালালদের দৌরাত্ম্যর বিষয়টি উঠে আসে। এরপর নানা প্রক্রিয়া শেষে বিআরটিএ সিলেট অফিসের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক ও লাইসেন্স শাখার পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের নামে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

এদিকে, ভার্চুয়াল মতবিনিময় সভায় ঢাকা সিলেট চার লেন সড়কের কার্যক্রম প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমরা আবার ঢাকা সিলেট চারলেন সড়কের কথা বলি। কিন্তু কাজির গরু কেতাবে আছে গোয়ালে নেই এমন অবস্থা। এ জন্য সিলেটবাসী খুবই অসন্তুষ্ট ও বিরক্ত। ভূমি অধিগ্রহণের জন্য কাজ দীর্ঘদিন ঝুলে থাকলে জনগণ হতাশ হবে। আমরা শুরু করে কাজে গতি দিতে পারলে জনগণের হতাশা চলে যাবে। এ ব্যাপারে মন্ত্রণালয় ও প্রধান প্রকৌশলী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’

যথাসময়ে প্রকল্পের কাজ শুরু করার নির্দেশনা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কাজ শুরু হতেই অনেক দেরি হয়ে যায়। দরপত্র, মূল্যায়ন, ওয়ার্ক অর্ডার প্রক্রিয়া একটু সহজতর করার জন্য আমি প্রধান প্রকৌশলীকে বলবো। অনেকের গাফিলতির জন্য অনেক সময় নষ্ট হয়ে যায়।’

ওবায়দুল কাদের এ সময় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ঢাকা-সিলেট-তামাবিল চারলেন সড়কের কাজের খোঁজ খবর নেন। এ জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে বলবো, এ ব্যাপারে আরও গুরুত্ব দেওয়ার জন্য। ঢাকা-সিলেট মহাসড়কের বাক এবং দুর্ঘটনাপ্রবণ ব্লাকস্পটগুলো সরলীকরণ করতে হবে।’

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ