Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৯ জুন, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-06-19T17:25:46Z
গোলাপগঞ্জলিড নিউজ

'স্বপ্ন নীড়ে' ঠাঁই হচ্ছে গোলাপগঞ্জের আরও ১৯ পরিবারের

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: সকাল হলেই 'স্বপ্ন নীড়ে' ঠাঁই হবে গোলাপগঞ্জের আরও ১৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারের। 

মুজিববর্ষ উপলক্ষে আগামীকাল উপজেলার ১৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হবে।

আগামীকাল রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ‘মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি এবং গৃহ প্রদান’ কর্যক্রমের উদ্বোধন করবেন। প্রত্যেক পরিবারকে দেয়া হচ্ছে দুই শতাংশ জমিসহ গৃহের দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির জানান, মুজিব শতবর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় গোলাপগঞ্জ উপজেলায় ‘জমি নেই- ঘর নেই ও জমি আছে- ঘর নেই’ ২০০ টি পরিবারকে বাছাই করা হয়েছে। 

তিনি বলেন, করোনার কারণে স্বাস্থ্য বিধি মেনে আগামীকাল ১৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেয়া হবে। এর আগে উপজেলায় ৭৭ পরিবারের হাতে ঘরের চাবি তুলে দেয়া হয়। বাকি যা রয়েছে এ মাসের ভিতরেই দিয়ে দেয়া হবে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ