বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : সিলেটের জকিগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের সোহাগ মিয়ার ছেলে বিলাল আহমদ (৩৮) ও বারহাল ইউনিয়নের শরীফাবাদ গ্রামের হেলাল মিয়ার ছেলে জাকির হোসেন (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন শনিবার বিকালে উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম এলাকায় এসআই মুহিত মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামি কুখ্যাত বিলাল আহমদকে গ্রেপ্তার করেন।
পরদিন রোববার (৬ জুন) রাত সাড়ে ০৮টার দিকে জকিগঞ্জ ও বিয়ানীবাজার সীমান্তবর্তী এলাকায় জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম ও এএসআই আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত জাকির হোসেনকে গ্রেপ্তার করেন।
জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেন বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে খুনসহ ডাকাতি, অস্ত্র ও মাদকের ৭টি মামলা এবং হেলাল আহমদের বিরুদ্ধেও একাধিক ডাকাতি মামলা রয়েছে।