বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: শত বছর আগে থেকে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা এলাকায় রয়েছে ‘হাতালী মাঠ’। অনুমান করা যায়, সিলেট জেলার সবচেয়ে বড় এই মাঠটি। কিন্তু এবার ভূমিখেকো একটি চক্রের নজর পড়েছে এ মাঠের দিকে। জেলা প্রশাসকের নামে থাকা মাঠ হঠাৎ করে চলমান জরিপে গোলাম মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তির নামে নামকরণ করে তা দখলের পাঁয়তারা চলছে বলে অভিযোগ এলাকাবাসীর।
সবশেষ গতকাল সোমবার (২৬ জুলাই) এ মাঠ রক্ষায় মাথায় লাল কাপড় বেঁধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, গোলাম রব্বানী চৌধুরী মাঠটি দখলের উদ্দেশে চলমান জরিপে এলাকাবাসীর অগোচরে ভূমি জরিপের সঙ্গে সংশ্লিষ্টদের যোগসাজশে মাঠটি তার বাবা মোস্তফা চৌধুরীর নামে নামকরণ করে দখলের পাঁয়তারা করছেন। তাই আমরা মাঠ রক্ষার জন্য ইতোমধ্যে জেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছি। এখন আমরা চাই জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপে সরকারের মাঠ সরকারের নামে ফিরবে এবং এলাকার যুবসমাজ এ মাঠে খেলাধুলা করবে। তা না হলে মাঠ রক্ষায় প্রয়োজনে আমরা জীবন দেব।
মাঠের জায়গা পূর্বে জেলা প্রশাসকের নামে থেকে থাকলে গুরুত্বসহকারে দেখে প্রয়োজনে মামলা করে হলেও এটি ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন।