বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: বিদেশী রিভলবার ও গুলিসহ গোলাপগঞ্জের ৪জন সহ ৫ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
জানা যায়, মৌলভীবাজারের বড়লেখার বর্ণী ইউনিয়নের মনাদী সৎপুর ব্রীজের পশ্চিমপাড় এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এই ৫ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে অস্ত্রসহ আসামীদের র্যাব বড়লেখা থানায় সোপর্দ করেছে।
এব্যাপারে র্যাব-৯ এর ডিএডি মুজিবুর রহমান থানায় মামলা করেছেন। শনিবার বিকেলে পুলিশ আদালতের মাধ্যমে আসামীদের কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রাংজিওল এলাকার হাদিস আলীর ছেলে কবির আহমেদ (৪৪), মৃত আরেশ বিশ্বাসের ছেলে কৌশিক বিশ্বাস (২০), একই হাওর তলার বদরুল হকের ছেলে তারেক আহমেদ তাহের (২৭), ফতেহপুর এলাকার নবীবুর রহমানের ছেলে আলী হোসেন (৩৪) ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিক কোনা গ্রামের মৃত জমির আলীর ছেলে লিমন আহমেদ (২৪)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানীর (সদর ক্যাম্প, সিলেট) অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম পিএসসি, এএসসি মো. মঈনুল ইসলাম, সিনিয়র এএসপি লুৎফুর রহমান। গ্রেফতারকৃত অস্ত্র কারবারীদের কাছ থেকে র্যাব-৯ সদস্যরা একটি অবৈধ বিদেশি রিভলবার, ৪ রাউন্ড গুলি, একটি সিএনজি চালিত অটোরিকশা, ৫টি মোবাইল ফোন, ৮টি সিমকার্ড ও নগদ ২০ হাজার টাকা জব্দ করেছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ জানান, র্যাব-৯ এর আভিযানিক দল অস্ত্র-গুলিসহ গ্রেফতার আসামীদের থানায় সোপর্দ করেছে। এব্যাপারে র্যাব-৯ এর ডিএডি মুজিবুর রহমান অস্ত্র আইনে থানায় মামলা করেছেন। শনিবার বিকেলে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।