বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি তাঁর নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উপজেলার নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকতার সাথে মোবাইল ফোনে করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রমের খোঁজখবর নেন।
এ সময় এমপি নাহিদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সময় উপযোগী ও সাহসী নেতৃত্বের কারনে আজ আমরা ভ্যাকসিন পাচ্ছি । আগামীকাল থেকে সারাদেশে পরীক্ষা মূলক ভাবে প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য টিকাদান কর্মসুচি শুরু হচ্ছে । স্বাস্থ্য বিধি মেনে ভ্যাকসিন গ্রহনের জন্য সকলের প্রতি তিনি আহব্বান জানিয়েছেন।
তিনি দলীয় নেতাকমীদেরকেও মাননীয় প্রধানমন্ত্রীর আহব্বানের কথা জানিয়ে বলেছেন ভ্যাকসিন কার্যক্রমে সবাই সক্রিয় ভাবে অংশগ্রহণ করে নাগরিক সমাজকে সহযোগিতা করতে হবে।