Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-09-17T18:00:56Z
গোলাপগঞ্জ

বিপিসি চেয়ারম্যানের গোলাপগঞ্জ এলপিজি প্ল্যান্ট পরিদর্শন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন-বিপিসি এর চেয়ারম্যান (সচিব) এবিএম আজাদ গোলাপগঞ্জ এলপিজি প্ল্যান্ট পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার(১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি প্ল্যান্ট পরিদর্শন করেন। 

এসময় তিনি প্রায় এক বছর থেকে বন্ধ থাকা প্ল্যান্টর ব্যাপারে কর্মকর্তা ও স্থানীয়দের  সাথে কথা বলেন। তিনি প্ল্যান্টের উৎপাদন কার্যক্রম চালু করার ব্যাপারে সর্বাত্নত চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন।  

তিনি বলেন, প্ল্যান্ট বিপিসি এর সম্পদ। এটা রক্ষার  দায়িত্ব আমাদের। আমরা প্ল্যান্টর জন্য আমাদের সব কিছু করবো। তিনি প্ল্যান্টের ব্যাপারে সব তথ্য সংগ্রহের জন্য এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন,  বিপিসি এর ব্যাপস্থাপনা পরিচালক (অপারেশন) মেহদী হাসান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, পদ্মা পেট্রোলিয়ামের এমডি মো. মাসুদুর রহমান, মেঘনা  পেট্রোলিয়ামের এমডি মীর সাইফুল্লাহ আল খালেদ,  যমুনা পেট্রোলিয়ামের এমডি গিয়াস উদ্দিন আনসারী, এলপি গ্যাসের ব্যাপস্থাপনা পরিচালক আবু হানিফ, জিএম (একাউন্ট) নেয়ামত উল্লাহ, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, গোলাপগঞ্জ এলপি গ্যাস প্ল্যান্টের ডিজিএম আব্দুল মোবিন খান প্রমুখ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ