Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-11T19:04:54Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউপি : নির্বাচন স্থগিত করতে আমার কোন হাত নেই : রাপু

বিজ্ঞাপন
  

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের বুধবারী বাজার ইউনিয়নের নির্বাচন স্থগিত নিয়ে ইউনিয়নজুড়ে বইছে ক্ষোভ। নির্বাচন স্থগিত হওয়ার পিছনে বুধবারীবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ রাপুর হাত রয়েছে বলে দাবি করছেন অনেকে। তবে বিষয়টি একেবারেই মিথ্যা প্রমাণিত করতে ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন রাপু।

শনিবার (১১ ডিসেম্বর) বাদ সন্ধ্যা তার নিজ বাড়িতে কয়েক শতাধিক মানুষের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

এসময় হালিমুর রশিদ রাপু বলেন-' আওয়ামী লীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোটে আমি নৌকা প্রতীক পেয়েছি। পরে কেন্দ্র থেকে আমাকে সরিয়ে অন্য একজনকে নৌকা প্রতীক দেওয়া হয়। আর সেই নৌকা প্রতীক না পাওয়ার কারণে আমি না কি নির্বাচন স্থগিত করেছি। নির্বাচন স্থগিত হওয়ার পিছনে আমার কোন হাত নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি যদি নির্বাচন স্থগিত করতে চাইতাম তাহলে প্রতীক বরাদ্দের আগের দিনও নির্বাচনী প্রচারণা করতাম না।'

তিনি বলেন- ' অনেকে বলতেছে তৃণমূলের যে ১৪ টি ভোট আমি পেয়েছি সেগুলো নাকি টাকা দিয়ে কিনছি। কতটুকু মিথ্যা কথা মানুষ বলতে পারে। আপনারা আশা ছাড়বেন না। এই ধাপে না হলেও আগামী ধাপে বা পরের ধাপে বুধবারী বাজার ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। নির্বাচন হওয়ার ব্যাপারে আমার যতটুকু করার আমি করব। তবে এই ইউনিয়নে নির্বাচন হবে। যারা বলতেছে আমি নির্বাচন স্থগিত করিয়েছি তারাও দেখবে আমি নির্বাচন স্থগিত করাই নাই। আমিও চাই আমাদের ইউনিয়নে নির্বাচন হোক।'

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি তার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে, সেটা বিশ্বাস না করার জন্য অনুরোধ জানান।

মতবিনিময় সভায় বিশিষ্ট মুরব্বি আবুল কালাম সভাপতিত্বে ও রাজু আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, আতিক, কাশেম, টুনইন, আব্দুন নূর, আব্দুল ওয়াহিদ কটই প্রমুখ।

কোরআন তেলাওয়াত করেন হাফিজ জামিল আহমদ।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ