Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ সংষ্করণ 2021-12-27T05:20:05Z
গোলাপগঞ্জ

টানা দ্বিতীয় বারের মত ইউপি সদস্য নির্বাচিত হলেন কামরান হোসেন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: টানা দ্বিতীয় বারের মত আমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হলেন আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,   কামরান হোসেন। 

রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৈদুতিক পাখা প্রতীকে ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর আহমদ শিপু ঘুড়ি প্রতীকে পেয়েছেন ২৩০ ভোট। অপর তিন প্রার্থী কমর উদ্দিন মোরগ প্রতীকে ১৫০ ভোট, আক্তার হোসেন ফুটবল প্রতীকে ২৮ ও টিউবওয়েল প্রতীকে সিকান্দার হোসেন পান ২৫ ভোট। 

এ ব্যাপারে কামরান হোসেন বলেন, জনগণের ভালবাসায় আমি আবারো আমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে৷ আমি আশা করছি এ ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।  ওয়ার্ডের জনগণ আবারো আমার উপর আস্থা রাখায় আমি সকলের প্র‍তি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি৷ আমি আজীবন তাদের সেবক হিসেবে কাজ করে যাবো।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ