বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নে ১১৮৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী শামীম আহমদ।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান।
চেয়ারম্যান পদে বিজয়ী সতন্ত্র প্রার্থী (ঘোড়া) মার্কায় শামীম আহমদ ১১৮৪৯ টি ভোট পেয়েছেন ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী মোঃ সেলিম উদ্দিন পেয়েছেন ৬০৮৮ ভোট।
তফসিল অনুযায়ী আজ উপজেলার ১০ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।