Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-12T16:54:08Z
জৈন্তাপুর

জৈন্তাপুরে ধর্ষণ করে পালিয়েছিলো ভারত, প্রেম করে ফেরালো পুলিশ

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামি সুজিত নম বিশ্বাস (২২)। ঘটনার পর থেকে ভারতে পলাতক ছিলেন তিনি। তবে মামলার তদন্ত কর্মকর্তা কৌশলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারী সেজে প্রেম করেন তার সাথে। তাতে সফল হলে দেখা করার প্রস্তাব। অত:পর মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার সুজিত নম বিশ্বাস উপজেলার বিত্তিকেল উত্তর (গুচ্ছগ্রাম) এর প্রজেস নম বিশ্বাসের পুত্র।

২০২০ সালে জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নের এক নারীকে ধর্ষণের অভিযোগে সুজিতের বিরুদ্ধে মামলা করা হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। একপর্যায়ে পুলিশ জানতে পারেন, তিনি সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে পালিয়ে গেছেন।

পরে সুজিতের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামলার তদন্ত কর্মকর্তা জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিক আহমদ। প্রেমের একপর্যায়ে সুজিতের সঙ্গে দেখা করার কথা বলেন নারী পরিচয় দেওয়া পুলিশ কর্মকর্তা। এরই সূত্র ধরে মঙ্গলবার সন্ধ্যার দিকে জৈন্তাপুরের শ্রীপুর এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের সীমান্তে প্রবেশ করেন তিনি। এসময় ওই এলাকায় সাদাপোশাকে অবস্থান নেন পুলিশ সদস্যরা। সীমান্ত পাড় হতেই তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

এসআই কাজী শাহেদ আহমদ বলেন, ‘সুজিত প্রাথমিকভাবে জানিয়েছেন, মামলার পর তিনি অবৈধপথে ভারতে প্রবেশ করেন। ভারতের মেঘালয়ে তার বোনের বাড়িতে আত্মগোপন করেন তিনি। সেখানে রনি রায় নামের ভারতীয় পরিচয়পত্রও তৈরি করেন তিনি।’

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত সুজিতকে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ