Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-01-27T11:55:23Z
বিয়ানীবাজারলিড নিউজ

বিয়ানীবাজারে প্রধানমন্ত্রীর উপহারের দেওয়া অধিকাংশ ঘরে ঝুলছে তালা !

বিজ্ঞাপন

মিসবাহ উদ্দিন : সিলেটের বিয়ানীবাজার উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের বেশির ভাগ ঘরেই ঝুলছে তালা । থাকছেন না বরাদ্দ প্রাপ্তরা। তবে বরাদ্দ পাওয়ার পরও যাঁরা এসব ঘরে থাকছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করে বিধি অনুযায়ী নতুনদের বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘরে লোকজন নেই। তারা ঘরে তালা দিয়ে অন্যত্র থাকছেন।

আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীরা জানান, তালাবন্ধ করে বেশির ভাগ লোকজনই চলে গেছেন। তাঁদের কেউ থাকেন নিজ বাড়িতেই, কেউ থাকেন অন্যত্র। এমনও আছেন, শুধু ঘর তালাবন্ধ করে চলে গেছেন, আর কখনো আসেননি। এ জন্যই বেশির ভাগ ঘর ফাঁকা পড়ে আছে।

আশ্রয়ণকেন্দ্রে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। যা আসলে বলে বুঝানো যাবেনা। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নুর বলেন, আমার কাছে অনেকে এসে এসব ঘরে না থাকার ব্যাখা দিয়েছেন। এসব ঘরে থাকলে নাকি মেয়ে বিয়ে দেয়া যাবেনা, সামাজিকভাবে হেয় থাকতে হয়। কেউ আবার পরিবারে লোক বেশী বলেও থাকতে চাইছেন না। তিনি বলেন, বসবাসকারী অনেকে ঘর ছোট বলেও অভিযোগ করেছেন।

মুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, প্রথমদিকে প্রায় সবাই এসব ঘরে ওঠেন। পরবর্তীতে হয়তো অনেকে চলে যেতে পারেন। আমার কাছে বসবাসকারীদের সুনির্দিষ্ট তথ্য নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন, ‘যাঁরা ঘর পেয়েও সেখানে থাকছেন না, তাঁদের আগে থেকেই বড় বড় ঘরবাড়ি রয়েছে। তাই তাঁরা এসব ঘরে থাকছেন না, শুধু দখলে রেখেছেন। এই এলাকাতেই ভূমিহীন অনেকে রয়েছেন, যাঁরা ঘর পাননি।’

এ বিষয়ে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূর বলেন, বিয়ানীবাজারে ১০৪টি আশ্রয়ণ প্রকল্পের ঘর উপকারভোগীদের মধ্যে বুঝিয়ে দেয়া হয়েছে ‘আশ্রয়ণ প্রকল্পে বিদ্যুৎসহ সব সুযোগ—সুবিধা রয়েছে। বরাদ্দ পাওয়া ঘরের উপকারভোগীদের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। যাঁরা ঘরগুলোতে থাকতে চান না, তাঁদের বরাদ্দ বাতিল করে নতুনদের বরাদ্দ দেওয়া হবে।’

এছাড়া আরো ৬০টি ঘর ৩য় ধাপে নির্মাণের জন্য অনুমতি পাওয়া গেছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূর। 
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ