ইতিহাসের এক মহাবীর : অলিউর রহমান তামিম


তুমি
পুব আকাশে উদিত ঝলমলে এক উজ্জ্বল তারা। 

তুমি
বাঙালিদের মনে জাগিয়েছিলে স্বাধীনতার অতৃপ্ত বিশাল সাড়া। 

তুমি
ইতিহাসের মহাকাব্যে দীপ্তিমান এক বীর। 

তুমি
ধারণ করে রুদ্রমূর্তি বাংলাকে করেছ শান্তির নীড়। 

তুমি
ছিলে ভয়হীন, দুর্বার দুরন্ত সাহসী এক পথ যাত্রী। 

তুমি
৭১ এর ওই ভয়াল মুহূর্তে বাঙালিদের ছিলে ধাত্রী। 

তুমি
নীল আগুনের জ্বলন্ত অগ্নিস্ফুলিঙ্গ। 

তুমি
দেশদ্রোহী আর পাকিস্তানীদের ছিলে ভয়ানক এক বিহঙ্গ! 

তুমি
ভাবো নি কভু দেশের ভালোবাসায় মোর আসবে কোনো ক্লেশ। 

তাই তোমার জন্যই পৃথিবীর মানচিত্রে
ঠাঁই পেয়েছে আমার সোনার বাংলাদেশ। 

তুমি
চির অমর, ইতিহাস চিরো অম্লান
তুমি এই বাংলার শ্রেষ্ট বাঙালি  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।