Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-04-25T16:24:29Z
জৈন্তাপুর

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১ম স্হান অর্জন জৈন্তাপুরের জামিলের

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্তের কৃতি সন্তান, দারুল কুরআন খাজার মোকাম মাদরাসার সম্মানিত পরিচালক মাওলানা জহির উদ্দিন হাফিযাহুল্লাহ এর বড় ছেলে হাফিয জামিল আহমদ সংযুক্ত আরব আমিরাতের আজমানে আন্তর্জাতিক হিফযুল কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে ১ম স্থান অর্জন করেছে। 

সোমবার বাংলাদেশ সময় রাতে এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়। আন্তর্জাতিক হিফযুল কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় জন্ম মাটি জৈন্তাপুরে তথা সিলেট জুড়ে আনন্দ বয়ে যাচ্ছে। 

এই প্রতিযোগিতায় ১০ পারা গ্রুপে ৫ম স্থান অর্জন করেছে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্তের আরেক কৃতি সন্তান, দরবস্ত আল-মনসূর মাদরাসার পরিচালক হাফিয মাওলানা আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ এর বড় ছেলে হাফিজ খালেদ বিন আব্দুল্লাহ। 

জৈন্তিয়াবাসীর গর্বের ধন বাংলাদেশের অহঙ্কার হাফিজ জামিল আহমদের আবারো প্রবাসের মাটিতে খ্যাতি অর্জন করায় সোস্যাল মিডিয়ায় রীতিমতো অভিনন্দনের বন্যা বয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ কে তুলে ধরায় এই দুই কোরআনে হাফিজ কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন জন।

উল্লেখ্য হাফিজ জামিল আহমদ জৈন্তাপুর প্রবাসী গ্রুপের কেন্দ্রীয় উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের একটি মসজিদের ইমাম ও খতিব।  

এদিকে, হাফিজ জামিল আহমদ ও হাফিজ খালেদের আন্তর্জাতিক অঙ্গনে কৃতিত্বের এ ধারা অব্যাহত থাকুক মহান আল্লাহর দরবারে এই দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপের অন্যতম নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, রোটারিয়ান আব্দুল গাফফার চৌধুরী খসরু, ফারুক আহমদ চৌধুরী ও আব্দুল ওয়াদুদ চৌধুরী দুদুসহ নেতৃবৃন্দ। 

এদিকে,আন্তর্জাতিক দুবাই কোরআন প্রতিযোগীতায় ১ম স্হান অর্জন করায়, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ