বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে সরকারীভাবে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে। পুরো উপজেলায় মোট ১২ মেট্রিক টন চাল ও শুকনো খাবার বিতরণ করা হবে।
তন্মধ্যে বাঘা ইউনিয়নে ৭ মেট্রিক টন, ফুলবাড়ী ইউপিতে ১, আমুড়া ১, সদর ইউনিয়নে-১ ও পৌরসভা এলাকার জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্ধ দেওয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
এদিকে বৃহস্পতিবার সকালে এ ত্রাণ সহায়তার অংশ হিসেবে গোলাপগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের ফুলবাড়ি পূর্বপাড়া গ্রাম ও ৪ নং ওয়ার্ডের স্বরসতী ও নয়াটুল গ্রামে ক্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় সরকারী অনুদান থেকে ২০০ পরিবার ও পৌরসভার পক্ষ থেকে ১২৫পরিবার সহ মোট ২২৫ ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেলের নেতৃত্বে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার ০১ নং ওয়ার্ড কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মসরুর রহমান সহ এলাকার মুরব্বিয়ান এবং যুবকবৃন্দ ।