Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ৪ জুন, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-06-04T16:39:19Z
জৈন্তাপুর

জৈন্তাপুরে বিষাক্ত সাপের কামড়ে ৬ সন্তানের জনকের মৃত্যু

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটের জৈন্তাপুরে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি উপজেলার নিজপাট ইউনিয়নের বাইরাখেল গ্রামের মৃত আহমদ আলীর ছেলে জহির উদ্দিন (৪৫)। তিনি ছয় সন্তানের জনক।

শুক্রবার (৩ জুন) জুমআর নামাজ শেষে তিনি বাড়িতে ফিরে গোয়াল ঘরে যান। সেখানে কবুতরের বাক্স থেকে একটি বাচ্চা পড়ে যাওয়ায় সেটি তুলে বক্সে রাখার সময় তার হাতে বিষাক্ত সাপ ছোবল মারে। কিছুক্ষণ পরে হাতে ব্যাথা অনুভব করায় তিনি বিষাক্ত সাপের ছোবল বলে নিশ্চিত হন।

পরে অসুস্থ অবস্থায় জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরণ করে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জহির উদ্দিনকে ঘোষনা করে। জহির উদ্দিনের দুই পুত্র ও চার কন্যা সন্তানের জনক।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার বাইরাখেল গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। মরহুমের জানাযার নামাজে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ