Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১০ আগস্ট, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-08-10T09:46:47Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে মিছবাহ উদ্দিনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্র সংসদের সাবেক মিলনায়তন সম্পাদক মিছবাহ উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের ডাক বাংলার সম্মুখে সর্বস্তরের সচেতন নাগরিক উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও রুমন খানের পরিচালনায় মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, আবুল লেইচ, উপজেলা বিএনপি নেতা সালমান আহমদ, নুর হোসেন মুন্না, গোলাপগঞ্জ গণদাবী পরিষদের সভাপতি ডা: হাবিবুর রহমান, সহ সভাপতি প্রিন্স বাহার, পরিবেশ বাদী আব্দুল লতিফ সরকার, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম দস্তগীর খান ছামিন, ঢাকাদক্ষিণ ইউপি সদস্য আব্দুর রউফ, রাজু আহমদ, বিশিষ্ট মুরব্বি আব্দুল করিম পাখি, তরুন সমাজসেবী তুরণ তালুকদার, নিহত মিছবাহ উদ্দিনের পিতা আফতাব উদ্দিন। 

এছাড়াও এলাকাবাসী ও বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, মিছবাহ উদ্দিনের স্বাভাবিক মৃত্যু হয়নি। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তারা মিছবাহ উদ্দিন হত্যার রহস্য উদঘাটন ও এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক।শাস্তি দাবি জানান। 

উল্লেখ্য, গত ১৮ জুলাই সোমবার রাতে মিছবাহ উদ্দিনকে সিলেট কোতায়ালী থানার অধিনে বন্দর বাজার পুলিশ ফাঁড়ির পাশে রাস্তায় সন্ত্রাসীরা পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে অবগত করলে পুলিশ তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ এরপর হাসপাতালে ২দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি গত ২১ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় মৃত্যুবরণ করেন। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ