বিজ্ঞাপন
ডেস্ক রিপোর্ট : এক মাস ১১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ।
বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি সিলেট কারাগার থেকে জামিনে মুক্ত হন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভোর রাতে নিজ বাড়ি থেকে মকসুদকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর একটি টিম। পরে তাকে ‘নাশকতা মামলায়’ গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মকসুদ আহমদ দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও গ্রামের বাসিন্দা। গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জেলা যুবদলের কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের আগে তিনি সিলেট জেলা যুবদলের সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।