Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
সর্বশেষ সংষ্করণ 2022-10-15T07:45:34Z
খেলাধুলাসিলেট

সিলেটে এশিয়া কাপ ফাইনাল : কার হাতে উঠবে শিরোপা

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : পর্দা নেমে এলো নারী এশিয়া কাপ ২০২২’র। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার ফাইনালের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে অষ্টম এশিয়া কাপ আসরের। ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং শ্রীলঙ্কা দল।চা বাগানের কোল ঘেঁষে গড়ে উঠা মাঠে ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। ম্যাচকে সামনে রেখে সব ধরনের আনুষ্ঠনিকতা শেষ। এবার শুধু মাঠের লড়াইয়ের পালা।

নারীদের এশিয়া কাপ ক্রিকেটের এবারের আগে টানা ৪ বার ফাইনালে উঠে ভারতের কাছে হেরে শিরোপা বঞ্চিত হয় লঙ্কান নারী দল। কখনোই শিরোপা না জেতা লঙ্কানদের বিপরীতে আজ খেলবে টিম ইন্ডিয়া।

২০১৮ সালে ৬ বারের শিরোপা জয়ী ভারতকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ ছিনিয়ে আনে বাংলাদেশ নারী দল। কুয়ালালামপুরে অনুষ্ঠিত ওই আসরে শিরোপা জিতলেও এবার নিজেদের মাঠ থেকেই ছিটকে পড়তে হয়েছে স্বাগতিকদের।

সিলেটের নৈসর্গিক আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বেশ ফুরফুরে ছিলেন দুই দলের ক্রিকেটাররা। সিলেটের চা বাগানে ঘুরে বেড়িয়েছেন, ফটো সেশন করেছেন। একেবারে পিকনিকের আমেজে রয়েছে দু’দল।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে ভারত হারিয়েছে থাইল্যান্ডকে। আর নখ কামড়ানো উত্তেজনা ছড়িয়ে পাকিস্তানের মেয়েদের এক রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় লঙ্কান নারীরা।

সবাই আশা করেছিল ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখবে। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে নামার রাস্তাও প্রায় মিলেছিল। কিন্তু শেষ মুহূর্তে ১ রানের হারে ছিটকে পড়ে পাকিস্তান।

ভারতের বিরুদ্ধে নামার আগে নিজেদের প্রতি চরম আত্মবিশ্বাস পেয়েছে চামারি আতাপাত্তুর দল। অনুষ্কা সঞ্জীবনী ও হর্ষিতা মাদবীরা আছেন নিজেদের সেরা ফর্মে। অচিনি কুলসূর্যরাও বল হাতে দেখাচ্ছেন ভেলকি।

অন্যদিকে, গত আসরে বাংলাদেশের কাছে শিরোপা হারানো ভারত এবার আর ভুল করতে চাইবে না। হরমনপ্রীত কৌররা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে লড়বেন শিরোপার জন্য। স্মৃতি মান্দানা, জেমিমা রদ্রিগেজ কিংবা দীপ্তি শর্মারা শিরোপার জন্য মুখিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ