Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-01-17T14:32:30Z
গোলাপগঞ্জলিড নিউজ

গোলাপগঞ্জে ১৩ লক্ষ টাকার অবৈধ চিনিসহ গ্রেফতার ২

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি নিয়ে আসার সময় ১৩ লক্ষ টাকার চিনিসহ ২জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

সোমবার (১৬ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী ইসলাম ব্রাদার্স কনভেনশন হলের সামনে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিলরী গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে কাভার্ডভ্যান চালক মো.বজলুর রহমান (৬১) ও তার সহকারী চাঁদপুর সদর থানার শাহতলী গ্রামের মো.বাচ্চু খানের ছেলে মো.শাহাবুদ্দিন খান (২০)।

এঘটনায় ঢাকার মতিঝিলের এসএন্ডভি নাইচ ফুড ভ্যালী লিমিটেডের ডিস্ট্রিবিউশন ম্যানেজার রানা আহমদ সেলিম, কানাইঘাট উপজেলার কানাইঘাট পূর্ববাজারের মেসার্স পপুলার এন্টারপ্রাইজের প্রোপাইটার হেলাল আহমদ ও মো.আব্দুস শহিদসহ গ্রেপ্তারকৃত ২জনসহ ৫জনকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা (মামলা নং-১৩, তাং: ১৬/১/২০২৩ইং) দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা, গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে ডিউটি চলাকালীন র‍্যাব-৯ সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী ইসলাম ব্রাদার্স কনভেনশন হলের সামনে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে র‍্যাব-৯ জিজ্ঞাসাবাদ করিলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের গাড়ি থেকে ২৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে তারা। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লক্ষ টাকা। সেই সাথে চিনি বহনকারী একটি কাভার্ডভ্যানও (চট্রগ্রাম মেট্রো ১২-০৫২২) জব্দ করা হয়। এসময় গাড়ির চালক ও সহকারীকে আটক করে তারা৷

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ