Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-04-22T16:13:00Z
সুনামগঞ্জ

সুনামগঞ্জে মসজিদে জুতা বদল নিয়ে সংঘর্ষে যুবক নিহত

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মসজিদ থেকে বেরোনোর পর জুতা বদল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন অন্তত ২০ জন।

শনিবার সকালে উপজেলার মাইজখলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান।

নিহত আবুল কাশেম (২৫) দোয়ারাবাজার সদর ইউনিয়ের মাইজখলা গ্রামের বাসিন্দা; এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।

ওসি বলেন, ঈদের জামাত শেষে জুতা বদল নিয়ে মাইজখলা গ্রামের জালাল শাহ ও জিয়াউর রহমানের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

“এ সময় আবুল কাশেম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়।

সংঘর্ষে উভয়পক্ষের আহত ২০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ