Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ২৪ মে, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-05-23T18:09:46Z
সিলেট

সিলেটে তরুণীর কাছ টাকা আদায়, হ্যাকার আকিল গ্রেফতার

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা।

সোমবার রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার যুবকের নাম মোশারফ হোসেন আকিল (২০)। তিনি রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা।

বিজ্ঞপিতে বলা হয়, গ্রেপ্তারের সময় আকিলের কাছ থেকে হ্যাকিংয়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সুদীপ দাস বলেন, ‌সিলেট নগরীর মিরাবাজার আগপাড়া এলাকার রামপ্রসাদ ঘোষসহ বিভিন্ন ব্যক্তির ফেসইবুক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা দাবি করে আসছিলেন গ্রেপ্তার আকিল। কয়েক ধাপে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেন তিনি। দীর্ঘ নয় মাস আকিলের প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হওয়ার পর কয়েকজন ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। এর ভিত্তিতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহারিয়ার আলমের নেতৃত্বে সাইবার ক্রাইম ইউনিটের তথ্য-প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আকিলের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ