Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-05-09T07:41:25Z
সিলেট

সিলেটে পর্যটনকেন্দ্রে নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা

বিজ্ঞাপন
 

ডেস্ক রিপোর্ট : ঈদের ছুটিতে সিলেটে ঘুরতে আসা পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ। কিন্তু ঈদের সময় বাড়তি পরিবহন ভাড়া ও পর্যটনকেন্দ্রগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিভ্রাটসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না থাকায় ক্ষুব্ধ তারা। সিলেটের পর্যটনশিল্প নিয়ে দুই পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব।

ঈদের ছুটিতে সিলেটের ভোলাগঞ্জ নৌকাঘাটে মানুষের ঢল দেখা যায়। সেখানে সবার গন্তব্য ছিল সাদাপাথরে যাওয়া। তারা পাহাড়, পানি আর পাথর মিলে নৈসর্গিক সৌন্দর্য দেখতেই দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন।

সে সময়ে জাফলংয়েও ঢল নামে পর্যটকদের। কিন্তু ডিজিটালাইজেশনের এই সময়েও মোবাইল নেটওয়ার্ক বিভ্রাট, শৌচাগার, বিশ্রামাগারের অভাবে পর্যটকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
 
এ বিষয়ে এক পর্যটক বলেন, ‘এখানে মোবাইলের নেটওয়ার্ক একদম নেই। এদিকে এখানে ঘুরতে আসা মানুষ পানিতে পলিথিন, ছেঁড়া জুতা, সিগারেটের ফিল্টার ফেলে গেছে, যা পরিবেশ নষ্ট করছে।’
 
এদিকে পর্যটকদের অভিযোগ, ভোগান্তির এ মাত্রা বাড়িয়ে দেয় বাড়তি পরিবহন ভাড়া। এক ভুক্তভোগী পর্যটক বলেন, ‘আমি জাফলং যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেছিলাম। সেটি আমাদের কাছ থেকে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা বেশি ভাড়া রেখেছে, যা একদম পর্যটকবান্ধব নয়।’
 
অন্যদিকে ভাড়া বেশি আদায় করার বিষয়টি স্বীকারও করলেন চালকরা। এক চলক বলেন, ‘পর্যটক বেশি তাই চাহিদাও বেশি। এর জন্য বেশি ভাড়া নিচ্ছি।’
 
এমন অবস্থায় প্রতিটি স্পটের দূরত্ব বিবেচনায় পরিবহনের ভাড়া নির্ধারণ করে সাইনবোর্ড টানানোর পরামর্শ দিয়েছেন সিলেটের পর্যটনের সঙ্গে সংশ্লিষ্টরা। সিলেট হোটেল-মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার শিপার আহমেদ বলেন, ‘পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে প্রশাসনের একটি চুক্তি করা প্রয়োজন। যেমন ধরুন, জাফলং হোক বা মাধবকুণ্ড হোক, দূরত্ব বিবেচনায় প্রশাসনের ভাড়া নির্ধারণ করে দেয়া উচিত।’
 
তবে সব অসুবিধা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন সিলেটের জেলা প্রশাসকের মো. মজিবর রহমান। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন পর্যটককেন্দ্রগুলোয় সুযোগ-সুবিধা বাড়িয়েছি যেমন ইতোমধ্যে সেখানে ওয়াশরুম ও চেঞ্জিং রুম রয়েছে। প্রয়োজনের আমরা এগুলোর সংখ্যা আরও বাড়াব।’
 
উল্লেখ্য, ঈদের ছুটিতে সিলেটের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ১০ লাখেরও বেশি পর্যটকের সমাগম হয়ে থাকে। 

সূত্র : সময় টিভি
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ