Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ৩১ জুলাই, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-08-02T08:13:05Z
গোলাপগঞ্জ

চেয়ারম্যান এলিম চৌধুরীর দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের দায়িত্ব গ্রহণের এক বছর পুর্তি উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা সাড়ে ৩টায় উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভাটি এক পর্যায়ে বিশাল জনসভায় পরিণত হয়। 

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল হক ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজমের যৌথ উপস্থাপনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল। 


প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বলেন, এক বছর আগে যে প্রত্যয় নিয়ে আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছিলাম, আমি আমার সর্বশক্তি দিয়ে তা পালনে চেষ্ঠা করে যাচ্ছি। বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও আগামী প্রজন্ম গড়তে শিক্ষার্থীদের কল্যাণে আমার প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। আগামীতে শ্রমজীবি মানুষসহ সকলের কল্যাণে আপনাদের সহযোগীতায় কাজ করে যেতে চাই।

গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিলের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আহমদ চৌধুরী রিপন, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেকলীগ সভাপতি, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর রুহিন আহমদ খান, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান আজম, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ওয়েছুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলকুর রহমান, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছামাদ জিলু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন দিপন। 

এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এসএম আব্দুর রহিম, বুধবারি বাজার ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, বাদেপাশা ইউপি চেয়ারম্যান জাহিদ আহমদ, শরিফগঞ্জ ইউপি চেয়ারম্যান এম কবির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুবিন আহমদ জায়গীরদার, রুকন উদ্দিন, আবুল ফজল চৌধুরী সাহেদ, মাখন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ময়নুল হক, সাবেক চেয়ারম্যান শরিফ উদ্দিন শরফ, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল লেইস, আওয়ামীলীগ নেতা ফরহাদ আহমদ, লুৎফুর রহমান লুতি, নুরুল ইসলাম, ইসমাইল আলী, বুধবারী বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মস্তাব উদ্দিন কামাল, বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম তুহিন প্রমুখ।

এদিকে সভা শেষে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামীলীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এক শান্তি মিছিল বের করা হয়। এতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগন অংশগ্রহণ করেন।



বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ