Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
সর্বশেষ সংষ্করণ 2023-08-21T18:11:53Z
গোলাপগঞ্জ

২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে গোলাপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্র‍তিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় পৌর শহরের চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদের উদ্যোগে বৃহত্তর তেলিহাওর ব্লক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।

সিলেট জেলা যুবলীগ নেতা জুবের আহমদের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন (হাসান) ও জেলা কৃষক লীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য মো: জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ হোসেন চৌধুরী।

 বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যার পর তাঁর সুযোগ্য কন্যা বিশ্ববরেণ্য নেত্রী, বাংলাদেশের গরীব দুখী মেহনতী মানুষের আশা আকাংখার প্রতীক জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশ্যে বিএনপি, জামাত চক্র একের পর এক তাঁর উপর গ্রেনেড ছুঁড়ে মারে। এতে অল্পের জন্য বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সহধর্মীনি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমান সহ অসংখ্য নিরীহ মানুষ সহ আওয়ামীলীগ নেতাকর্মী। বিএনপি, জামাত চক্র রাজনীতিতে তাদের সাথে পেরে উঠতে না পেরে তারা জঙ্গি সৃষ্টি সহ বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে ছিলো। এমনকি ৬৪টি জেলায় একযুগে বোমা হামলা করে সারাদেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ছিলো। বর্তমানে ব্যর্থ এই গোষ্ঠি আওয়ামীলীগ সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিদেশী প্রভুদের কাছে দেশের তথ্য পাচার করছে। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আবারও তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। 

বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর আহমদ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য মো: নুরুল ইসলাম, মো: সেলিম উদ্দিন, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিফজুর রহমান, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মসলু, লক্ষণাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ডা: ইব্রাহিম আলী, বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মকছুছ আলম, ছাত্র বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা তাতীলীগের সহ সভাপতি নায়েদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ছুটন, গোলাপগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আবজল হোসেন, গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান রানা, জালাল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাহানুর আহমদ হৃদয়। 

এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা সমশির আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাকিল আহমদ, বুধবারী বাজার ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বাহার উদ্দিন, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা লিটন আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সাদেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগের সহ-সভাপতি আলী হোসেন, বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা মো: নাজিম উদ্দীন, সুলতান আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলার সভাপতি মনজিল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা আলী হোসেন, সাহেদ আহমদ, জুবের আহমদ, তারেক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সুজন আহমদ খান, ঢাকা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহেদ আহমদ শাক্কু, লক্ষণাবন্দ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী মাছুম আহমদ, উপজেলা ছাত্রলীগের সহ সম্পাদক সোহেল আহমদ, পৌর ছাত্রলীগের সাজন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মাহিদ আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ