Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
সর্বশেষ সংষ্করণ 2024-05-02T10:36:37Z
সিলেট

সিলেটে মাজার জিয়ারত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

বিজ্ঞাপন

ডেস্ক রিপোর্ট : সিলেটে হযরত শাহজালাল র. এর মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের সাথে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু ও এক নারীসহ কারটির পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুরের হরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপার বোয়ালিয়া এলাকার মো. জামাল (৪০), তার স্ত্রী কামরুন্নাহার (৩৫), ছেলে মো. অনন্ত (১১), জামালের ভাই মো. এনামুল (৩৫) ও গাড়ি চালক বরিশালের বকেরগঞ্জের ইউনুস বেপারীর ছেলে হারুন ব্যাপারী (৩৪)।

স্থানীয়দের বরাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর জানান, রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিব থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কার সড়ক থেকে ছিটকে নিচে পড়ে গেলে চালকসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মধ্যে ১২ বছরের এক শিশু ও এক নারী রয়েছেন। নিহত চালকের বয়স আনুমানিক ৪০ বছর এবং অন্য দুই পুরুষ যাত্রীর বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

দুর্ঘটনার পর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা লাশগুলো উদ্ধার করেন।


বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ