বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস । মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতি বছর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়।
এছাড়াও আজ পাঠকপ্রিয় গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জি ভয়েস টোয়েন্টিফোর এর জন্মদিন।
১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এর পর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে ২০১৯ সালের ৩ মে যাত্রা শুরু করে গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জি ভয়েস টোয়েন্টিফোর।
‘আওয়াজ এবার উটবে’ এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি পাঁচ বছরে পৌঁছে গেছে অসংখ্য পাঠকের হাতের মুঠোয়। পরিণত হয়েছে বস্তনিষ্ট স্থানীয় মূলধারার সংবাদমাধ্যম হিসেবে। আজ ষষ্ঠ বছরে পা রাখলো অনলাইনভিত্তিক বাংলা সংবাদমাধ্যম জি ভয়েস টোয়েন্টিফোর।