বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সিলেট জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী গ্রীনহিল স্টেট কলেজ প্রভাষক সুলতান মাহমুদ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্থরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা ২০২৪ এর ৬৪ (১০) দ্বারা অনুসরণ করে পরবর্তী ৬ মাসের জন্য ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন পত্র জারি করা হয়। এডহক কমিটির অনুমোদন পত্র অনুযায়ী সভাপতি পদে নির্বাচিত হলেন সুলতান মাহমুদ
এছাড়া সদস্য সচিব হিসেবে পদাধিকার বলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতিনিধি অধ্যক্ষ জাকারিয়া আহমদ চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মোঃ হালিম উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হিসেবে আব্দুল হাদী পাবেল নির্বাচিত হলেন।
নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ তার প্রতিক্রিয়া জানতে চাইলে, তিনি জানান, কাগজে আমি সভাপতি নির্বাচিত হলেও সভাপতি হিসাবে নয়। আমি আপনাদের সহযোগিতায় বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন সহ সকল উন্নয়নের জন্য আপনাদের সহযোগিতার কামনা করছি। আমি আপনাদেরকে নিয়ে শিক্ষার মানোন্নয়ন করতে চাই।
নবনির্বাচিত সভাপতি সুলতান মাহমুদ গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী গ্রামের আব্দুল মালিক মাস্টারের কৃতি সন্তান।