বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জে ছাত্রদলের মিছিল শেষে বাড়ি ফেরার সময় ছাত্রদল নেতা শাকিল আহমদ তুহিনের উপর হামলার অভিযোগ ওঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।
হামলায় গুরুতর আহত শাকিল আহমদ তুহিন (২২) উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।
দলীয় সূত্রে জানাযায়, গতকাল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।
মিছিল শেষে ছাত্রদল নেতাকর্মীরা যে যার মতো করে সবাই চলে যায়। এসময় ছাত্রদল নেতা শাকিলও তার বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেলেন ঠিক এই সময় তাকে একা পেয়ে তার উপর ছাত্রলীগের কর্মীরা হামলা করে। এতে তার মাথায় বেশ জখম হয়। মাথায় আঘাত পাওয়ার পর তিনি দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। এরপর স্থানীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে তার বড় ভাই আফজল হোসেন সজল বলেন, আমি হঠাৎ জানলাম আমার ভাইয়ের উপর হামলা হয়েছে পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, প্রয়োজনে তাকে উন্নত চিকিৎসার জন্য যেকোনো বড় হাসপাতালে নিয়ে যেতে প্রস্তুত রয়েছে তার পরিবার। তিনি আরও বলেন, এমন একটি ঘটনার পর এখন আমাদের পুরো পরিবার আতংকিত।
শাকিলের উপর ছাত্রলীগের এমন হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা এই হামলার সাথে জড়িত ছাত্রলীগ কর্মীদের কঠোর শান্তি দাবি করেছেন।