বিজ্ঞাপন
গোলাপগঞ্জে প্রতিনিধি: গোলাপগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকাল উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপজেলাস্থ শহীদ বেদীতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১১টায় উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) শবনম শারমীনের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সংসদের সাবেক কমান্ডার সফিকুর রহমান, সিলেট পল্লী বিদ্যুত সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, সমবায় অফিসার জামাল মিয়া প্রমুখ।