বিজ্ঞাপন
জানা গেছে আজ (১৩ ডিসেম্বর) শুক্রবার গোলাপগঞ্জ চৌমূহনি জামে মসজিদের সামনে ‘আল মারওয়া সপিং সিটি’র উপরে আপত্তিকর একটি বিলবোর্ড স্থাপনের অপচেষ্টার সময় সিলেটের গোলাপগঞ্জ থানার ধর্মপ্রাণ মুছল্লিদের বাধার মুখে পড়ে পণ্ড হয়ে যায়।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, প্রাণ কোং’ র ফ্রুটো পণ্যের মহিলার ছবি সম্বলিত একটি আপত্তিকর ছিল৷ তার জন্য বিলবোর্ড স্থাপনের চেষ্টা করা হলে তাৎক্ষনিকভাবে মুছল্লি’রা প্রতিবাদ করে । যার ফলে প্রান কোং কর্মিরা তা খুলেনিতে বাধ্য হয়৷
পুণ্যভূমি সিলেটের মাটিতে আর কোন কলঙ্কের রচনা করতে দিবে না ধর্মপ্রাণ মুছল্লি’রা৷ তারা বলেন, শাহ্ জালাল,শাহ্ পরানের পুণ্যভূমি সিলেট৷ সিলেটের মাটিতে কোন আপত্তিকর বিলবোর্ড স্থাপন করতে দেওয়া হবে না৷
জানা গেছে,মুছল্লিদের বাধার জন্য সাথে সাথে আপত্তিকর বিলবোর্ড নিয়ে সিলেটের গোলাপগঞ্জ থানা ত্যাগ করেন প্রাণ কোং কর্মিরা৷