Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
সর্বশেষ সংষ্করণ 2019-12-12T11:56:05Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে ফুল দিয়ে চালকদের শুভেচ্ছা

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: দেশে আলোচিত সড়ক পরিবহন আইন -২০১৮ অনুসারে গোলাপগঞ্জে  মামলা দায়ের কার্যক্রম শুরু করেছে গোলাপগঞ্জ মডেল থানা। টি,আই দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান  পরিচালনা করেন সার্জেন বিশ্বজিৎ সামান্ত,এটি এস আই আবু তাহের, হাফিজুর রহমান, ট্রাফিক সদস্য জহির আহমদ , সফিক আহমেদ।
গত বুধবার দুপুরে সড়ক পরিবহন আইনে কার্যক্রম চলাকালে চালকদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। এমন দৃশ্য দেখা যায় গোলাপগঞ্জ মডেল থানার সামনে।
ফুল দিয়ে কেন শুভেচ্ছা জানানো হচ্ছে  এমন প্রশ্নের জবাবে জানা যায়, যাদের গাড়ির কাগজপত্র সঠিক এবং যারা হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাচ্ছেন, তাদেরকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আর যাদের গাড়ির কাগজপত্র সঠিক নয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
সূত্রে জানা যায়, যেসব যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র সঠিক পাওয়া যায় এবং যারা হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাচ্ছেন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা। মূলত সবাইকে সড়ক পরিবহন আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার জন্যই ফুল দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ