বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেলের উদ্যোগে কেজি প্রতি মাত্র পয়ত্রিশ টাকা মূল্যে তিন শতাধিক লোককে পেয়াজ দেয়া হয়েছে।
দেশে বিগত দু’ মাস ধরে পেয়াজের অগ্নিমূল্য থাকায় ক্রেতা সাধারণ চরম ভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে। এখনও দেশের অন্যান্য স্থানের মতো গোলাপগঞ্জেও একশত টাকার উপরে পেয়াজ বিক্রি হচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ট্রাক যোগে গোলাপগঞ্জ চৌমুহনীতে পেয়াজ নিয়ে আসা হলে মেয়র আমিনুল ইসলাম রাবেল নিজে উপস্থিত থেকে জনগণের মাঝে পেয়াজ বিক্রি করেন। সংবাদ পেয়ে মূহুর্তের মধ্যে ন্যায্য মূল্যে পেয়াজ ক্রয় করতে শত শত মানুষ ট্রাকের কাছে ভীড় জমায়। এসময় পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল নিজে শৃঙ্গলার দায়িত্ব নিয়ে সারিবদ্দ লোকজনের প্রত্যেককে পাঁচ কেজি করে পেয়াজ দেন।
পেয়াজ বিক্রিকালে গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য কাওছার হোসেন, তরুণ সমাজসেবী আকবর হোসেন লাল মিয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।