বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা, আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক ইউপি সদস্য ফখর উদ্দিন শফই (৭০) আর নেই।
বুধবার বিকেল ৫ টায় সিলেট নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যা রেখে যান। আগামীকাল বৃহস্পতিবার বেলা ২টায় নিজ এলাকা ধারাবহরে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে প্রাপ্ত সংবাদে জানা যায়।
এদিকে বিএনপি নেতা ফখর উদ্দিন শফইর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির আহবায়ক ডা: আব্দুল গফুর, সাবেক সাধারণ সম্পাদক মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম, সেক্রেটারী কামরুল ইসলাম, আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান রুহেল আহমদ, ভাদেশ্বরর ইউপি চেয়ারম্যান জিলাল উদ্দিন, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইমরানুল আসলাম তানু।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।