বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি: আগামীকাল রোজ বুধবার ২৬ শে ফেব্রুয়ারী গোলাপগঞ্জের রনকেলী মহিউসসুন্নাহ মোহাম্মদীয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৭-তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
উক্ত ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহত পেশ করবেন, সাহেব জাদায়ে বর্নভী হযরত মাওলানা সাইদুর রহমান বরুনী, হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী,মুহাদ্দিস ও শিক্ষা সচিব শাহপরান মাদ্রাসার হযরত মাওলানা হাফিজ তজম্মুল আমিন ও হবিগঞ্জের হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব।
এছাড়া ওয়াজ মাহফিলে সভাপতিত্ব হিসেবে, শায়খুল হাদিস আল্লামা হিলালুদ্দীন আহমদ ঘোষগাঁও,হযরত মাওলানা হোসাইন আহমদ আমুড়ি, মহাদ্দিস টিকরপাড়া মাদ্রাসা ও মুহতামিম রামধা মাদ্রাসার হযরত মাওলানা ইউসুফ খাদিমানী সাহেব সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ পেশ করবেন।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
উক্ত ওয়াজ মাহফিলে ওয়াজ নসিহত পেশ করবেন, সাহেব জাদায়ে বর্নভী হযরত মাওলানা সাইদুর রহমান বরুনী, হযরত মাওলানা মমতাজ উদ্দিন বড়দেশী,মুহাদ্দিস ও শিক্ষা সচিব শাহপরান মাদ্রাসার হযরত মাওলানা হাফিজ তজম্মুল আমিন ও হবিগঞ্জের হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব।
এছাড়া ওয়াজ মাহফিলে সভাপতিত্ব হিসেবে, শায়খুল হাদিস আল্লামা হিলালুদ্দীন আহমদ ঘোষগাঁও,হযরত মাওলানা হোসাইন আহমদ আমুড়ি, মহাদ্দিস টিকরপাড়া মাদ্রাসা ও মুহতামিম রামধা মাদ্রাসার হযরত মাওলানা ইউসুফ খাদিমানী সাহেব সহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ পেশ করবেন।
এতে সকলের উপস্থিতি কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।