বিজ্ঞাপন
জিভি২৪ নিউজঃ কনের সাথে আংটি বদলে যাওয়ার পথে বাবা-ভাই নিয়ে লাশ হলেন হিমন। তিনি থাকেন কাতারে। দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের সদর উপজেলার এক তরুণীর সাথে তার প্রেম। দুই পরিবার থেকেও সম্মত ছিলেন। অপেক্ষা ছিলো কেবল দেশে ফেরার। দেশে ফিরলেই দুইটি প্রাণ এক হবে। দীর্ঘদিনের ভালবাসার শুভ প্রণয় হবে। কিন্তু না, দেশে ফিরেই না ফেরার দেশে চলে গেলেন হিমন। তার সাথে না ফেরার দেশে পাড়ি জমালেন বড় ভাই, বাবাসহ আরো ৮ স্বজন।
দেশে ফিরে আংটি বদলে যাওয়ার পথেই লাশ হলেন হিমন। নারায়ণগঞ্জের পাগলা ফতুল্লাহ এলাকার হিমন লাশ হলেন হবিগঞ্জের নবীগঞ্জে।
শুক্রবার (৬ মার্চ) সকাল আনুমানিক ৮ টার দিকে সড়কেই প্রানহারান তিনি। তাদের বহনকারী দ্রুতগতির মাইক্রোবাসটির নিয়ন্ত্রণ হারান চালক। মুহূর্তেই সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে মাইক্রোবাসের ভেতরে থাকা হিমন, ও তার বড় ভাই, বাবা ও স্বজনরা মিলে মোট ৮ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে সিলেটের ওসমানী হাসপাতালে নেয়ার পর সুমনা নামের আরো একজন নারী নিহত হন।
এ ঘটনায় হিমনের বোনের জামাতা রফিকুল ইসলামসহ আরো ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।