বিজ্ঞাপন
আব্দুল আজিজ বাবর :: সিলেট গোলাপগঞ্জ থানার বাঘা ইউনিয়নের গোলাপ নগর উত্তর গ্রামে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে গত ২৬-০২-২০২০ তারিখ গ্রেফতার করা হয়,একাধিক ডাকাতি মামলার আসামি আব্দুল মান্নানকে।
এই গ্রেফতারকৃত পলাতক আসামীকে সাহসিকতার সাথে ধরতে পুলিশকে সাহায্য করেন গোলাপগঞ্জ মাক্রবাস শাখার মাক্রবাস চালক মোঃ মঈন উদ্দিন । এমন দুর্দান্ত সাহসিকতা ও প্রাণের মায়া বাজি রেখে যে মহৎ কাজে পুলিশের সঙ্গে কুক্ষাত ডাকাত আব্দুল মান্নানকে ধরার জন্য পুলিশকে সহযোগিতা করায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান এর উদ্যোগে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় এবং এই আলোচনা পরিশেষে, সহযোগী মঈন উদ্দিনের হাতে তুলে দেন সম্মাননা পদক গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজান।
উক্ত আলোচনায় ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান।
বক্তব্যে বলেন, আমি মনে করি, মহৎ কাজের মধ্যে প্রকৃত সুখ, আর জনগণের শান্তি ও সুখের জন্য আমরা কাজ করে যাচ্ছি দিনরাত্রি। একটা এলাকা দুর্নীতি বা সন্ত্রাস মুক্ত করতে চাইলে শুধু প্রশাসনিক ক্ষমতা দিয়ে নির্মুল করা সম্ভব নয়। এই জন্য মঈন উদ্দিনের মত জাগ্রত সাহসী মানুষদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে কোন মানুষ পরিপূর্ণ নয়। কিন্তু কোন মানুষকে পরিবর্তন অথবা পরিপূর্ণ করতে হলে সমাজের বিধিবিধান মোতাবেগ অনুযায়ী সবাইকে চলতে হবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, হাতের পাচটি আঙ্গুল যেমন সমান নয় তেমনি আমাদের মানব সমাজের সব মানুষ সমান নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি পাচটি আঙ্গুল যদি সমান হতো তাহলে আমাদের চলার পথে নানান সমস্যায় সম্মুখীন হতাম কারণ পাচ আঙ্গুল সমান্তরাল হলে হাত দিয়ে কোন কাজ করা সম্ভব নয়। তাই এই সমাজে মানুষের মধ্যে বিভিন্ন প্রকার যেমন রং বা আকারগত পার্থক্য রয়েছে তেমনি রয়েছে মানসিতার পার্থক্য। ভাল ও মন্দ সমন্বয়ে মানুষ। ভাল যারা তারা সবসময় প্রশংসনীয় মানুষের কাছে আল্লাহর কাছে এবং যারা এই পৃথিবীতে দূষকৃতিকারী তাদের জন্য রয়েছে আইন। আর আইনের প্রতি শ্রদ্ধা রেখেই “আসুন আমার এক হয়ে কাজ করি” তাহলেই একটি সন্ত্রাস মুক্ত এলাকায় উপহার দিতে পারবো। “আমরা আপনাদের জন্যে কাজ করি আপনাদের সহযোগীতা করলে ভবিষ্যৎ আরো ভালো কাজ করবো । ” মঈন উদ্দিন সম্পর্কে বলেন ,টাকা পয়সা দিয়ে সত্যিকার অর্থে সবকিছুর মূল্যায়ন করা যায় না। আর এই জন্যেই আয়োজন করা হয়েছে আজকের আলোচনা সভা। এই সভার আয়োজনের উদ্দেশ্যে যাতে করে মঈন উদ্দিনের মত সাহসী যুবকেরা এগিয়ে আসে। যার কারনে তার জন্যে এমন একটি ব্যতিক্রমী উদ্যেগ নিয়েছেন বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ” কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও “দৈনিক বিশ্ব মানচিত্র” সিলেট বিভাগের (ব্যুরো প্রধান):- মো : সাজিদুর রহমান সাজু ।
এ সময় উপস্তিত ছিলেন গোলাপগঞ্জ মাক্রবাস সমিতির সভাপতি লায়েক আহমেদ ,সহ-সভাপতি দুলু আহমেদ সাদই,সহ-সাধারন সম্পাদক নানু মিয়া,অর্থ-সম্পাদক সালেহ আহমেদ ঢাকা দক্ষিন মাক্রবাস সমিতির সাংগঠনিক আব্দুল করিম, সহ-সভাপতি জাহের আহমেদ, হেতিমগঞ্জ মাক্রবাস সমিতির সভাপতি ইকবাল আহমেদ ,সদস্য আতিক মিয়া সহ বিশিষ্ট সমাজ সেবী আব্দুল সহিদ,সাবুল আহমেদ,অলিউর রহমান,তারেক আহমেদ প্রমুখ।
এই গ্রেফতারকৃত পলাতক আসামীকে সাহসিকতার সাথে ধরতে পুলিশকে সাহায্য করেন গোলাপগঞ্জ মাক্রবাস শাখার মাক্রবাস চালক মোঃ মঈন উদ্দিন । এমন দুর্দান্ত সাহসিকতা ও প্রাণের মায়া বাজি রেখে যে মহৎ কাজে পুলিশের সঙ্গে কুক্ষাত ডাকাত আব্দুল মান্নানকে ধরার জন্য পুলিশকে সহযোগিতা করায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান এর উদ্যোগে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয় এবং এই আলোচনা পরিশেষে, সহযোগী মঈন উদ্দিনের হাতে তুলে দেন সম্মাননা পদক গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজান।
উক্ত আলোচনায় ও পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান।
বক্তব্যে বলেন, আমি মনে করি, মহৎ কাজের মধ্যে প্রকৃত সুখ, আর জনগণের শান্তি ও সুখের জন্য আমরা কাজ করে যাচ্ছি দিনরাত্রি। একটা এলাকা দুর্নীতি বা সন্ত্রাস মুক্ত করতে চাইলে শুধু প্রশাসনিক ক্ষমতা দিয়ে নির্মুল করা সম্ভব নয়। এই জন্য মঈন উদ্দিনের মত জাগ্রত সাহসী মানুষদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে কোন মানুষ পরিপূর্ণ নয়। কিন্তু কোন মানুষকে পরিবর্তন অথবা পরিপূর্ণ করতে হলে সমাজের বিধিবিধান মোতাবেগ অনুযায়ী সবাইকে চলতে হবে। আমাদের এই ক্ষুদ্র জীবনে চলার পথে অনেক কিছুর সম্মুখীন হতে হয়, হাতের পাচটি আঙ্গুল যেমন সমান নয় তেমনি আমাদের মানব সমাজের সব মানুষ সমান নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, যদি পাচটি আঙ্গুল যদি সমান হতো তাহলে আমাদের চলার পথে নানান সমস্যায় সম্মুখীন হতাম কারণ পাচ আঙ্গুল সমান্তরাল হলে হাত দিয়ে কোন কাজ করা সম্ভব নয়। তাই এই সমাজে মানুষের মধ্যে বিভিন্ন প্রকার যেমন রং বা আকারগত পার্থক্য রয়েছে তেমনি রয়েছে মানসিতার পার্থক্য। ভাল ও মন্দ সমন্বয়ে মানুষ। ভাল যারা তারা সবসময় প্রশংসনীয় মানুষের কাছে আল্লাহর কাছে এবং যারা এই পৃথিবীতে দূষকৃতিকারী তাদের জন্য রয়েছে আইন। আর আইনের প্রতি শ্রদ্ধা রেখেই “আসুন আমার এক হয়ে কাজ করি” তাহলেই একটি সন্ত্রাস মুক্ত এলাকায় উপহার দিতে পারবো। “আমরা আপনাদের জন্যে কাজ করি আপনাদের সহযোগীতা করলে ভবিষ্যৎ আরো ভালো কাজ করবো । ” মঈন উদ্দিন সম্পর্কে বলেন ,টাকা পয়সা দিয়ে সত্যিকার অর্থে সবকিছুর মূল্যায়ন করা যায় না। আর এই জন্যেই আয়োজন করা হয়েছে আজকের আলোচনা সভা। এই সভার আয়োজনের উদ্দেশ্যে যাতে করে মঈন উদ্দিনের মত সাহসী যুবকেরা এগিয়ে আসে। যার কারনে তার জন্যে এমন একটি ব্যতিক্রমী উদ্যেগ নিয়েছেন বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি মিজানুর রহমান মিজান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, “বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি ” কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও “দৈনিক বিশ্ব মানচিত্র” সিলেট বিভাগের (ব্যুরো প্রধান):- মো : সাজিদুর রহমান সাজু ।
এ সময় উপস্তিত ছিলেন গোলাপগঞ্জ মাক্রবাস সমিতির সভাপতি লায়েক আহমেদ ,সহ-সভাপতি দুলু আহমেদ সাদই,সহ-সাধারন সম্পাদক নানু মিয়া,অর্থ-সম্পাদক সালেহ আহমেদ ঢাকা দক্ষিন মাক্রবাস সমিতির সাংগঠনিক আব্দুল করিম, সহ-সভাপতি জাহের আহমেদ, হেতিমগঞ্জ মাক্রবাস সমিতির সভাপতি ইকবাল আহমেদ ,সদস্য আতিক মিয়া সহ বিশিষ্ট সমাজ সেবী আব্দুল সহিদ,সাবুল আহমেদ,অলিউর রহমান,তারেক আহমেদ প্রমুখ।