Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-04-20T08:39:26Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে ফেরদৌসী বেগম (২৩) নামের এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।রোববার (১৯ এপ্রিল)  রাত ১১টার দিকে এ ইউনিয়নের দক্ষিণ বাঘা গ্রামে ঘটনাটি ঘটে।  
নিহত ফেরদৌসী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে বলে জানা গেছে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাতে দিকে ফেরদৌসী বেগমের মা ঘুমের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় ফেরদৌসী বাথরুমে গিয়ে তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। এর কিছুক্ষণ পর ওই কিশোরীর ভাই বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এই কিশোরী আত্মহত্যা করেছে। ময়না তদন্তের জন্য এই কিশোরীর লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।  ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি আত্মহত্যা না অন্য কিছু।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ