বিজ্ঞাপন
স্টাফ রিপোর্ট : সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০জুলাই) গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলায় এসএসসিতে পাশের হার ৭৩.৬৯ শতাংশ ও দাখিলে পাশের হার ৫৮.৯৬ শতাংশ এবং ভোকেশনালে পাশের হার ৫৮.৫৭শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল মিলিয়ে উপজেলার ৬১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৩০৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪০৬৯ জন। অকৃতকার্য হয়েছে ১২৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন।
এদিকে উপজেলার ৩৫টি স্কুল থেকে ৪৩৬০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ৩২১৩ জন ও অকৃতকার্য হয়েছে ১১৪৭ জন। পাশের হার ৭৩.৬৯ শতাংশ। ১৪টি স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৯টি । সবচেয়ে বেশি ২১টি জিপিএ-৫ পেয়েছে সরকারি এমসি একাডেমি মডেল স্কুল এন্ড কলেজ৷ এই স্কুল থেকে ৩২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ২৫৪জন।
এছাড়া উপজেলার ২৩টি মাদ্রাসা থেকে ৮০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয়েছে ৪৭৪ জন ও অকৃতকার্য হয়েছে ৩৩০ জন। পাশের হার ৫৮.৯৬ শতাংশ। জিপিএ-৫ পায়নি কোন শিক্ষার্থী।
এছাড়া ভোকেশনাল শাখা থেকে ১৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ১জন। পাশের হার ৫৮.৫৭ শতাংশ।